টেকসই ও নিয়ন্ত্রিত সেচ ও চাষ ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা দৃঢ়করণে সহায়তা করা।
মিশন:
সেচ কাজে ভূ-পরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ২৫/৫/২/১ কিউসেক ক্ষমতা সম্পন্ন এলএলপি (লো-লিফট পাম্প) স্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রিত সেচ এলাকা সম্প্রসারণ।
মূল্যবান কৃষি জমি ও পানি সম্পদের অপচয় রোধ ফলে আধুনিক সেচ ব্যবস্থা (ব্যারিড পাইপ, স্প্রিংলার) প্রণয়ন করা।
প্রতিটি স্কীমে কৃষকদের যান্ত্রিক চাষাবাদের সুযোগ তৈরীর মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা।
বিভিন্ন সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে মাঠ পর্যায়ে আধুনিক পানি ব্যবস্থা পদ্ধতি গড়ে তোলা।