Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
পার্টনার প্রকল্প
বিস্তারিত

সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন।

প্রকল্প শুরু
01/07/2023
শেষের তারিখ
30/06/2028
প্রকল্পের ধরণ
অন্যান্য
label.Details.title

সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন।

কাজের বর্ননা

সেচ খরচ সাশ্রয়ী করতে এবং সেচের পানি অপচয় রোধে ব্যাক্তিগত অগভীর নলকুপে প্রতিটিতে ৫০০ মিটার করে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ করা হচ্ছে এবং ভূ- পরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ২ কিউসেক লো-লিফ্ট পাম্প স্থাপন করা হচ্ছে। এসকল লো- লিফ্ট পাম্পে হেডার ট্যাংকসহ ১৫০০ মিটার করে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ করা হচ্ছে। এছাড়া, পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD) এবং সেচ দক্ষতা বৃদ্ধির জন্য কৃষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফলে কৃষকরা পানি সাশ্রয়ী প্রযুক্তি (সেনিপা) ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।

ডাউনলোড