পার্টনার প্রকল্প
সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার প্রকল্পের মাধ্যমে সেচ খরচ সাশ্রয়ী করতে এবং সেচের পানি অপচয় রোধে ব্যাক্তিগত অগভীর নলকুপে প্রতিটিতে ৫০০ মিটার করে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ করা হচ্ছে এবং ভূ- পরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ২ কিউসেক লো-লিফ্ট পাম্প স্থাপন করা হচ্ছে। এসকল লো- লিফ্ট পাম্পে হেডার ট্যাংকসহ ১৫০০ মিটার করে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ করা হচ্ছে। এছাড়া, পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD) এবং সেচ দক্ষতা বৃদ্ধির জন্য কৃষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফলে কৃষকরা পানি সাশ্রয়ী প্রযুক্তি (সেনিপা) ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।
প্রকল্পের মেয়াদ:
প্রকল্প শুরু: ০১ জুলাই ২০২৩ খ্রি:
প্রকল্প শেষ: ৩০ জুন ২০২৮ খ্রি:
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS